পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কৃষি সেবা প্রদান একটি মাইল ফলক।কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবা উদ্বোধন কালে
প্রধান মন্ত্রী।
২৮ ফেব্রম্নয়ারি ২০১৮ দুপুর ১২.০০ ঘটিকা হতে ০১.০০ ঘটিকা পর্যমত্ম সময়ে বিটিবিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে গণভবন হতে প্রধান মন্ত্রী ভিডিও কনফরেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবা উদ্বোধন করেন। উদ্বোধন কর্মসূচিতে ১৪ টি জেলাকে ভিডিও কনফারেন্স সরাসরি সংযুক্ত করা হয়। ১৪টি জেলাসহ সকল জেলার সকল উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধন কর্মসূচিটি জনপ্রতিনিধি, কৃষক/কৃষাণি তথা কৃষি সংশিস্নষ্ট জনসাধারণকে প্রদর্শন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিটিবিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক জনাব মোহাম্মদ আবু নাছের, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. গণেশ চন্দ্র মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা, জনাব নৃপেন্দ্র চন্দ্র দাস এবং জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জনাব ফরিদ উদ্দিন দুলাল, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক সংগঠন, কৃষক/কৃষাণি, কৃষি উপকরণ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাননীয় প্রধান মন্ত্রী বলেন ডিজিটাল কৃষি সেবার মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কৃষি সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধিত ০৩ কোটি কৃষককে ডিজিটাল পদ্ধতিতে কৃষি সেবা প্রদান একটি মাইল ফলক।
কৃষক বন্ধু ফোন সেবা পেতে নিবন্ধিত কৃষক মুঠোফোনে ৩৩৩১ ডায়াল করে যে কোন কৃষি তথ্য ও সেবা তাৎক্ষনিক গ্রহণ করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস