Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ব্রাহ্মণবাড়িয়া জেলায় পার্চিং উৎসব পালিত।
Details

০৮/০৩/১৮ইং তারিখ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে জেলার সদর, সরাইল, কসবা, নবীনগর, নাছিরনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় এক যোগে পার্চিং উৎসব পালিত হয়। জমিতে ডাল পালা পুঁতে পোকা খেকো পাখিকে বসার সুযোগ করে ধানের অনিষ্টকারি পোকা দমনের কৌশলই হলো পার্চিং। ফিঙে পাখি বিভিন্ন ধরনের পোকা খেয়ে খুব তাড়াতাড়ি অনিষ্টকারি পোকার সংখ্যা কমিয়ে দেয়। জমিতে বিঘা প্রতি ১৫টি ডাল পালা পুঁতে দিলে পাখি বসার সুযোগ পায় এতে করে পাখির সংখ্যা বৃদ্ধি পায়  ফলে অনিস্টকারী পোকা খাওয়ার ক্ষমতা চার গুন বৃদ্ধি বেড়ে যায়। পাখি উপকারি পোকার চেয়ে অনিস্টকারি পোকা বেশি পছন্দ করে বিধায় তাদের খেয়ে পেলে। তাই ধানের জমিতে ধানের চেয়ে উঁচু শক্ত  ডাল পালা পুঁতে পাখি বসার উপযুক্ত করে দিলে পাখি সহজে অনিস্টকারি পোকা দেখতে ও ধরতে পারবে। পার্চিং কৃষকের নিরাপদ ফসল উৎপাদনের একটি অন্যতম প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহারের ফলে জমিতে অনিস্টকারি পোকা দমনের জন্য কোন কীটনাশক ব্যবহারে প্রয়োজন হয়না ফলে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং নিরাপদ ফসলও উৎপাদন সম্ভব হয়। নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মনবাড়িয়ার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Images
Attachments
Publish Date
09/03/2018
Archieve Date
09/03/2018