কৃষিপণ্য বিপণনে সহায়তা প্রদান |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি, বেসরকারি ও গবেষণা সংস্থার সাথে সমন্বয়সাধন করে সভা অনুষ্ঠান করা হয়। কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান করা হয়। এনজিও এবং কৃষক দলের সদস্যদের নিয়ে (বিএমও), কৃষকদের নিয়ে সংগঠন তৈরি করা হয়। ভাগ করা খুচরা/পাইকারি ক্রেতা নির্বাচন এবং বড় বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। কৃষিপণ্য বিপণনের সুবিধার্থে বাজার তৈরি বা ছোট গোডাউন নির্মাণ করা হয়। কৃষকের উৎপাদিত দ্রব্য ন্যায্যমূল্যে বিক্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হয়। |
সেবা প্রাপ্তির সময় |
২-৩ দিন |
প্রয়োজনীয় ফি |
বিনামূল্যে |
সেবা প্রাপ্তির স্থান |
ব্লক, উপজেলা, জেলা, অঞ্চল ও সদর দপ্তর পর্যায়ের কৃষি অফিস |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫. এসএএও (SAAO) |
প্রয়োজনীয় কাগজপত্র |
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
প্রকৃত কৃষক হতে হবে |
সংশ্লিষ্ট আইন ও বিধি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা |
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS