কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
বিভিন্ন পরামর্শ কেন্দ্র থেকে কৃষিবিষয়ক যেকোনো তথ্য, পরামর্শ, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে কৃষিকর্মী, কৃষক এবং জনসাধারণকে সহায়তা প্রদান করা হয়। সেজন্য কৃষককে পরামর্শ কেন্দ্র, কৃষি অফিস, এআইসিসি, ইউআইসিসি ইত্যাদি কেন্দ্র থেকে এবং গণমাধ্যমের সহায়তা নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় এবং নিয়ম-কানুন সম্পর্কে জানানো হয়। তাছাড়া, অনুষ্ঠান প্রচারের সময়সূচি, ই-মেইল, ওয়েবসাইট ইত্যাদি বিষয়ক ঠিকানা-সংবলিত পোস্টার, ফেস্টুন বিতরণ করা হয়। কৃষিবিষয়ক যেকোনো তথ্য ডিএই/এআইএস’এর ওয়েবসাইট থেকে নেওয়া যেতে পারে। বিভিন্ন তথ্য ও প্রযুক্তি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ব্লক পর্যায়ে প্রদর্শন, সংরক্ষণ ও বিতরণ করা হয়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক ও সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো হয় |
সেবা প্রাপ্তির সময় |
তাৎক্ষণিক/ ১-২ দিন |
প্রয়োজনীয় ফি |
বিনামূল্যে |
সেবা প্রাপ্তির স্থান |
ব্লক, উপজেলা, জেলা, অঞ্চল ও সদর দপ্তর পর্যায়ের কৃষি অফিস |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫. এসএএও (SAAO) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজন নাই |
সেবা প্রাপ্তির শর্তাবলি |
প্রকৃত কৃষক হতে হবে |
সংশ্লিষ্ট আইন ও বিধি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা |
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
উপজেলা কৃষি অফিসার ও উপ-পরিচালক |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS