গুটি ইউরিয়া ব্যবহার
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ
|
DAE কর্তৃক গুটি ইউরিয়া প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে ইউএও/এএও/এইও কর্তৃক গুটি ইউরিয়া ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।বিসিআইসি ডিলারদের মধ্যে গুটি ইউরিয়া মেশিন বরাদ্দ দেয়া হয় এবং ইউএও অফিস কর্তৃক গুটি ইউরিয়া ব্যবহারের জন্য অতিরিক্তগুটি ইউরিয়া বরাদ্দ করা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রার অনুকুলে বিসিআইসি ডিলারদের মধ্যে গুটি ইউরিয়া বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।প্রযুক্তিটি সম্পর্কে উপজেলা, ইউনিয়ন, ব্লক, কৃষকদল/ক্লাব পর্যায়ে আলোচনা ও সভা অনুষ্ঠান, নির্বাচিত কৃষক প্রশিক্ষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদান, প্রদর্শনী স্থাপন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়। |
সেবা প্রাপ্তির সময় |
৪-৫ দিন |
প্রয়োজনীয় ফি |
বিনামূল্যে |
সেবা প্রাপ্তির স্থান |
উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি অফিস |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
|
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫. এসএএও (SAAO) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজন নাই |
সেবা প্রাপ্তির শর্তাবলি |
প্রকৃত কৃষক হতে হবে |
সংশ্লিষ্ট আইন ও বিধি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ওকৃষি সম্প্রসারণ নীতিমালা |
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS